‘শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা আমায় জোর করে চুমু খায়’

ভারতীয় মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া।
শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌ’ন হেনস্তার মামলা দায়ের করেছিলেন তিনি।

চলতি বছরের এপ্রিলে রাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন।
সেই মামলার তথ্য সম্প্রতি সামনে এসেছে জাতীয় সংবাদ সংস্থার সূত্রে।

শার্লিনের দাবি, সেদিন রাজ তাকে বলেছিলেন, শিল্পার সঙ্গে তার সম্পর্কেও তাল কেটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৯ সালের শুরুর দিকে শার্লিনের সহকারীর সঙ্গে যোগাযোগ করেন রাজ।
কুন্দ্রা চাইছিলেন, ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করবেন।

শার্লিন জানান, রাজ তাকে বলেছিলেন, সেই অ্যাপে শার্লিন তার নিজের ভিডিও আপলোড করতে পারেন।

তিনি আরও জানান, ওই বছর ২৭ মার্চ আচমকা শার্লিনের বাড়ি চলে যান রাজ।
আগে থেকে কিছু শার্লিনকে জানাননি তিনি।
দু’জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে কোনও একটি মেসেজ নিয়ে।

শার্লিনের অভিযোগ, সেদিন আচমকাই তাকে চুমু খেতে শুরু করেন রাজ।
শার্লিন বাধা দিলেও তার কথা শোনেন না তিনি।

শুধু তাই নয় রাজ নাকি শার্লিনকে তার ও শিল্পার সম্পর্কের সমস্যার কথা বলতে শুরু করেন।
রাজের কথায়, তাদের সম্পর্ক নাকি ‘জটিল’।
আর তাই তিনি সর্বদা মানসিক চাপে থাকেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.