বরিশাল বিভাগে একদিনে ক’রোনাভাইরাস ও উপসর্গে আরও ১৬ জনের মৃ’ত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩৮ জনের শরীরে ক’রোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৩৯ দশমিক ৪০ শতাংশ।
শুক্রবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের করো’না ইউনিটে ১২ জন মারা গেছেন।
এর মধ্যে করোনা আক্রান্ত চারজন এবং অন্য আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩২৩ জন।
এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলেন ১৪৩ জন।’