মধ্যরাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশ সদস্য পারভেজ হোসেন। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে।
বিষয়টি জানতে পেরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনন্দ মোহন্ত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জুলাই) বগুড়ার শেরপুর উপজেলার পৌর এলাকার গোসাইপাড়া।
এ ঘটনায় পুলিশের ওই সদস্যকে শেরপুর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, বেসরকারি একজন এনজিও কর্মকর্তার স্ত্রীকে নিয়ে পৌরশহরের গোসাইপাড়াস্থ একটি বহুতল ভবনের ভাড়া বাসায় থাকতেন।
চাকরির কারণে ওই এনজিও কর্মকর্তাকে বাইরে থাকতে হয়।
এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন পুলিশ সদস্য পারভেজ হোসেন।
গত দুই মাস ধরে এই সম্পর্ক চলছে তাদের মধ্যে।
সেই সূত্র ধরে বুধবার রাতে পারভেজ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এলে এলাকাবাসী অবরুদ্ধ করে তাকে।
পরে বিষয়টি জানতে পেরে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।