ঈদে বাড়ী যাওয়া শিল্প কারখানার শ্রমিকদের ঢাকায় ফেরার জন্য এখন থেকে কাল দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। এই সময়ের মধ্যে কারখানা শ্রমিকরা ঢাকায় ফিরতে পারবেন। লক ডাউন থাকলেও পোশাক কারখানার শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে লঞ্চে করে ঢাকায় ফিরতে পারবেন।
নেৌ পরিবহন মন্ত্রনালয় সুত্রে জানাগেছে, শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য দেশের সব রুটে রোববার দুপুর ১২টা পর্যন্ত নৌযান চলাচলের অনুমতি দিয়েছে সরকার।