আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে করোনা টিকার কোনো সঙ্কট নেই।
অথচ একটি মহল টিকার সঙ্কট আছে বলে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে।
এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।
সোমবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশব্যাপী গ্রামপর্যায়ে গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ।
আর এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি সংশ্লিষ্টদের ভ্যাকসিন প্রদানের প্রটোকল অনুসরণ করে ধৈর্যের সঙ্গে গ্রামের মানুষদের সঠিকভাবে টিকা প্রদানের আহ্বান জানান।