অবৈধ অভিবাসীদের সহায়তায় মালয়েশিয়া বিমানবন্দরে বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএল আইএ-২ তে অতিরিক্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে।
দেশে ফেরত যেতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের অব্যাহত চাপের প্রেক্ষিতে রবিবার (১ আগষ্ট) থেকে এ অতিরিক্ত বিশেষ সুবিধা চালু করা হয়েছে। মালয়েশিয়া আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানিয়েছেন, দেশটির ইমিগ্রেশন বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিমানবন্দর। যাতে রি-ক্যালিব্রেসি কর্মসূচিতে অংশগ্রহণকারী তাদের দেশে ফেরার সর্বোত্তম সুযোগ-সুবিধা পায়। অপেক্ষাকৃত সময়ে প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য বিশেষ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
অপেক্ষমান অভিবাসীদের নামাজের ব্যবস্থা এবং খাবার ও প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য একটি দোকান স্থাপন করা হয়েছে। এ ছাড়া, অপেক্ষার জায়গাও সজ্জিত ও আরামের ব্যাবস্থা করা হয়েছে। প্রত্যেকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং শারীরিক দূরত্বে অবস্থান নিশ্চিত করা হয়েছে। ফ্লাইট টাইম অনুযায়ী এই সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করেছে ইমিগ্রেশন। কিন্তু অনেকে ২/৩ দিন আগেই বিমান বন্দরে পৌঁছে অবস্থান করার ফলে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
এদিকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের সুবিধা দিতে জহুর প্রদেশের স্টুলাং লাউট শাখা ইমিগ্রেশন অফিসে বিশেষ কাউন্টার খোলা হয়েছে।
ইমিগ্রেশনের শর্ত অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরার জন্য ভ্যালিড পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট (টিপি), কনফার্ম ফ্লাইট টিকিট, নেগেটিভ করোনা টেস্ট রিপোর্ট (৭২ ঘণ্টার মধ্যে), ইলেকট্রনিক ফিস পরিশোধের সুবিধাসহ (ডেবিট, ক্রেডিট কার্ড/ টাচ এন্ড গো- ই ওয়ালেট) নিয়ে কাউন্টারে আসতে হবে । এজন্য আগে থেকে ইমিগ্রেশনের এ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। জরিমানা পরিমাণ ৫০০ রিঙ্গিত।