১১ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ টিকা না নিয়ে রাস্তায় চলাফেরা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আজ (০৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। দরকার হলে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেয়া হতে পারে”।
তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।”
যেহেতু দোকানপাট পুনরায় খুলে দেয়া হবে এবং গণপরিবহনও লকডাউনের পরে সীমিত আকারে চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তাই শ্রমিক, বাসের হেলপারসহ সবাইকে টিকা নিতে হবে”, যোগ করেন মোজাম্মেল হক।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল পুনরায় চালু করা হবে।