বিএনপিকে দুর্গন্ধময় ইতিহাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার তার বাসভবন থেকে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে।
মানুষের ভাষা ও মনের ভাষা বুঝেই শেখ হাসিনা রাজনীতি এবং সরকার পরিচালনা করছেন।
কিন্তু আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তরজ্বালা নিয়ে অস্থির হয়ে পড়ে। তাদের দুর্গন্ধময় ইতিহাস থেকে বের হয়ে সুস্থ ধরার রাজনীতিতে আসতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি আজ আষাঢ়ে গল্প ফেঁদেছে। বঙ্গবন্ধু হত্যায় না-কি আওয়ামী লীগ জড়িত এবং সরকার না-কি জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্য অনেকটা ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’র মতো।