মডেল পিয়াসার জালে ছিল শতাধিক উচ্চবিত্ত পরিবারের সন্তান

সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার (৩০) বাসায় নিয়মিত নাচ-গানের আসর বসত। এই আসরকে প্রাণবন্ত করে তুলতে তিনি নেচে-গেয়ে অতিথিদের আনন্দ দিতেন।
আর আসরকে জমাতে থাকত নানা ধরনের মাদক।
এভাবেই উচ্চবিত্ত পরিবারের সন্তানদের নিজের জালে ফাঁসাতেন পিয়াসা।
তিন দিনের রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে এমন সব তথ্য জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ছিল তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন।
ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে পিয়াসা এমন সব নাম বলছে, যা শুনলে চমকে উঠতে হয়।
অনেকেই প্রতারিত হয়েছেন তার কাছে। কয়েক জন ইতিমধ্যে অভিযোগ নিয়ে এসেছেন। শীর্ষ ধনী থেকে শুরু করে উঠতি ধনী কেউই বাদ যায়নি পিয়াসার জাল থেকে।
এ পর্যন্ত শতাধিক যুবকের নাম পাওয়া গেছে পিয়াসার কাছ থেকে।
এর মধ্যে কারা প্রতারিত আর কারা তার পৃষ্ঠপোষক তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.