ওপার বাংলার তারকা অভিনেত্রী শ্রাবন্তী পর্দায় সফল হলেও সংসারজীবন একদমই ভালো যাচ্ছে না।
একে একে করেছেন তিনটি বিয়ে, তবুও ব্যর্থ তিনি।
সবশেষ দাম্পত্যেও সুখের মুখ দেখেননি শ্রাবন্তী।
দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন তারা। তাদের জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে।
এমনকি আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি।
সুযোগ পেলে ফের ওর সঙ্গে কাজ করতে চাই।’