ভার্টিগো বা মাথা ঘোরা রোগে ভূগছেন চিত্রনায়িকা পরীমণি।
নিজের ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এই রোগে চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হয়।
এটি কখনও কখনও এত তীব্র হয় যে, ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
কিছুদিন আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন অভিনেত্রী পরীমণি।
কিন্তু উন্নতি সেভাবে হয়নি।
লকডাউনের পুরোটা কাটিয়েছেন বাসাতেই।
মাঝে ‘প্রীতিলতা’র লুক নিয়ে কিছুদিন কাজ করলেও এখন রয়েছেন বিশ্রামে।
চলমান লকডাউনের কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না পারায় আগের চিকিৎসাপত্র অনুসরণ করেই ঔষধ সেবন করছেন তিনি।