অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
দলের এ অনন্য সাফল্যে খেলোয়াড়-কোচ-কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মির্জা ফখরুলের অভিনন্দন বার্তা গণমাধ্যমে জানান।
শায়রুল বলেন, টাইগারদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল প্রত্যাশা করেন এই জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ।
উল্লেখ্য, মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।