ঢাকার সাভারে বোটক্লাবের ঘটনায় এখনই পরীমনির বিরুদ্ধে মামলা করছেন না ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নাসির উদ্দিন নিজেই।
তিনি বলেন, বোটক্লাবের ঘটনায় আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়েছিল পরীমনি।
আমাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে।
আমি এ ঘটনার বিচার চেয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছি।
তবে আজই মামলাটি করছি না।
আগে দেখি তার বিরুদ্ধে র্যাব কী ধরনের ব্যবস্থা নেয়। এরপর আমি মামলা করব।
গতকাল রাতে পরীমনির বিরুদ্ধে মামলা করার কথা জানান নাসির উদ্দিন নিজেই।
রাজধানীর বিমানবন্দর থানায় তিনি এই মামলাটি করতে চেয়েছিলেন।
এদিন বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব। পরে সন্ধ্যায় তাকে আটক করা হয়।
যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।