মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন এবং অন্য উপজেলায় মারা গেছেন তিনজন।
এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন।
এদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।’