হাতের মুঠোয় বিশ্বকাপ : সরাসরি নিয়ে এলো www.rabbitholebd.com

ICC Cricket World Cup 2015 Logoঢাকা, বাংলাদেশ, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫- গাজী টিভিতে সরাসরি সম্প্রচারকৃত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এর ৩৬ টি খেলা ইন্টারনেটে একেবারে হাতের মুঠোয় নিয়ে এলো বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্যে Rabbithole Logowww.rabbitholebd.com. মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড, ওয়াই ম্যাক্স সহ যে কোন ইন্টারনেট সংযোগ দিয়েই লাইভ খেলা দেখা যাবে সারা দিন যতবার ইচ্ছা, যখন ইচ্ছা নাম মাত্র মূল্যে।

এন্ড্রয়েড ব্যবহারকারীরা এই বিশেষ এ্যপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করে কোন ধরনের বাফারিং ছাড়াই স্পষ্ট খেলা দেখতে পাবেন। এছাড়াও মোবাইল, ট্যাব বা ল্যাপটপে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করে সবগুলো খেলা লাইভ দেখা যাবে।

লাইভ খেলা দেখার জন্যে যে কোন ইন্টারনেট কানেকশন থেকেwww.rabbitholebd.com এ লগ ইন করে “RH” লিখে ৩৬৯০ নম্বরে SMS করতে হবে এবং ফিরতি ম্যাসেজে প্রাপ্ত পিন এর মাধ্যমে rabbitholebd এর সমস্ত কনটেন্ট উপভোগ করা যাবে।

বিশ্বকাপ ২০১৫ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলা গুলোর হাইলাইটস এবং বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় নাটক গুলি rabbitholebd.com সারাদিন মাত্র ২ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং অটো রিনিউয়াল ছাড়াই উপভোগ করা যাবে।kulasekara_sm_388741550

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.