করো’নায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১৫০ জন হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৬০৬ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ১৬, খুলনায় ৩৬, বরিশালে ২০, সিলেটে ১৬, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।