দেশে আটকাপড়া প্রবাসীরা শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
আজ ৫ আগস্ট নবনিযুক্ত কনসাল জেনারেল ব্যক্তিগত পঞ্চম কর্মদিবসে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান। তিনি শুরুতে নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমিরাত প্রবাসীদের স্বার্থের পূর্ণ সংরক্ষণ ও আইনানুগ সাহায্যের জন্য পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করে আমাকে এখানে পাঠিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব বলে আশাবাদী। যখনই কনস্যুলেট সেবায় কোনো ত্রুটি দেখা যাবে সংবাদকর্মীরা আমাদের নজরে আনলে সংশোধন করা হবে।
এ সময় গণমাধ্যম কর্মীরা নবনিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশ্ন করেন।
দেশে আটকাপড়া প্রবাসীদের ফেরানোর জন্য কূটনীতিক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চান গণমাধ্যম কর্মীরা।
জবাবে কনস্যুলেট জেনারেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। দেশে যারা আটকা পড়েছেন তাদের নিজ কর্মস্থলে ফেরাতে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে।
খুব শিগগিরই তারা আমিরাতে ফিরতে পারবেন।