করোনাভাইরাসের টিকাদানে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশ কেবল আফগানিস্তানকে ছাড়িয়ে যেতে পেরেছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচিতে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে করোনা টিকার বৈশ্বিক পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’শিরোনামে প্রকাশিত গবেষণায় মিলেছে এমন তথ্য।
ওয়েবসাইটে থাকা ‘করোনাভাইরাস ভ্যাকসিনেশনস’শিরোনামের একটি গবেষণার তথ্য মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে টিকাদানে শীর্ষে রয়েছে ভুটান।
সেখানে পূর্ণডোজ ভ্যাকসিন নিয়েছে ৬২ শতাংশ নাগরিক।
এছাড়াও ৫২ শতাংশ নাগরিককে টিকা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ।
এদিকে বাকি দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কা ছাড়া আর কোনদেশই দশ শতাংশের বেশি নাগরিককে টিকার আওতায় আনতে পারেনি।