মার্শকে আউট করে আগ্রাসী উদ্‌যাপন, শরীফুলের শাস্তি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি আচরণবিধির ভাঙায় শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। তিরস্কারের পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরীফুলের শাস্তির কথা জানিয়েছে।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ব্যাটসম্যান মিচেল মার্শকে আউট করার পর শরীফুলের উদ্‌যাপনটা বেশ আগ্রাসীই ছিল। আউট হয়ে ফেরার সময় মার্শের খুব কাছে গিয়ে চিৎকার করেছিলেন শরীফুল।

তবে এ ঘটনার শুরুটা মার্শের মাধ্যমেই। ইনিংসের শুরুর দিকে শরীফুলকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন তিনি। পরে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ এসে মার্শের সঙ্গে বিবাদে জড়ান। পরে আম্পায়ার এসে দুজনকে আলাদা করেন।

আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ শরীফুলকে এ শাস্তি দিয়েছেন। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় শরীফুলের কোনো শুনানির প্রয়োজন পড়েনি। ক্যারিয়ারেই শুরুতেই একটি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলেন এই বাঁহাতি পেসার। তবে অস্ট্রেলিয়ার মার্শাকে কোন শাস্তি দেয়নি, যদিও শরীফুলকে উত্তেজিত করেছিল মার্শা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.