ইতালি আওয়ামী লীগ সভাপতির পিতার ইন্তেকাল

ইতালি আওয়ামী লীগ সভাপতি ও ন্যাশনাল একচেঞ্জ কোম্পানীর চেয়ারম্যান হাজী ইদ্রিস ফরাজীর বাবা আবুল হোসেন ফরাজী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ও ইন্না-লিল্লাহ রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগে বাধ্যক্যজনিত কারনে শুক্রবার ৬ আগষ্ট বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টায় ফরাজী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।

তার এ মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গভীর শ্রদ্ধার সঙ্গে ইতালি আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু, সরদার লুৎফর রহমান, জাসদের এড,আনিচুজ্জামান আনিচ, আওয়ামী লীগ পরিবারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অন্যদিকে দলমত নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ইতালি প্রবাসী মরহুমের জন্য দোয়া চেয়ে কালো ব্যাজ নিজ টাইমালাইনে পোস্ট করতে দেখা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.