ভারতে করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ভাইরাসটির আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে।
দেশটির দুই রাজ্য মিজোরাম ও কর্নাটকে ইটা নামের এই ভ্যারিয়েন্টটির সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটকের কর্তৃপক্ষ।
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনার ইটা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু ঘটেনি। সপ্তাহ দুয়েক আগে মেঙ্গালুরুর এক বাসিন্দার শারীরিক অসুস্থতা শুরু হয়। তারপর তার করোনা সংক্রমণ ধরা পড়ে।
পরে জানা যায়, তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
যেহেতু ভাইরাসের রূপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে সময় লাগে, তাই ইটা-র উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।’
ভারতে এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে। সেখানে অবশ্য এই সংক্রমণ ছড়ায়নি।
তবে কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও একই স্ট্রেইন শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।