শেখ হাসিনা সেরা শাসক: তাসমিমা

NY-Tasmeema-Hossainপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সেরা শাসক’ অভিহিত করেছেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, যার স্বামী আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রী।

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’য় অতিথি হিসেবে আসা তাসমিমা যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক ‘ঠিকানা’কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। সাক্ষাৎকারটি ঠিকানার চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে।

তাসমিমা বলেন, “শেখ হাসিনা হচ্ছেন সেরা শাসক, ভালো লিডার। এখনও তিনি তার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের গুণে টিকে আছেন এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাচ্ছেন।”

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বলে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কোন সময়ে ছিল?

“আমার ওপরে কোনো সেন্সরশিপ নেই। আমাকে কোনো রিপোর্ট প্রকাশের ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করা হয়নি।”

আওয়ামী লীগের সমর্থক হওয়া সত্ত্বেও জাতীয় পার্টি করছেন কেন-এ প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য তাসমিমা বলেন, “আমরা সবাই আওয়ামী লীগের প্রজাতি। আনোয়ার হোসেন মঞ্জু ছাত্রলীগ করেছে।

“জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বরণের পর দেশে নানা রকমের রাজনীতি এসেছে। প্রো-আমেরিকান রাজনীতি সব সময় করেছেন মঞ্জু সাহেব। কখনও প্রো-ভারতীয় রাজনীতি করেননি।”

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে মঞ্জু সামরিক শাসক এইচ এম এরশাদের সরকারে মন্ত্রী ছিলেন। পরে এরশাদের দল ছেড়ে আলাদা জাতীয় পার্টি গড়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন।

১৯৯৬ সালের শেখ হাসিনার সরকারের মন্ত্রী মঞ্জু এখন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

নিজের স্বামীর প্রসঙ্গে তাসমিমা বলেন, “আনোয়ার হোসেন মঞ্জু ইজ আ পলিটিক্যাল প্রডাক্ট। মঞ্জু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডান হাত। তাকে তুই বলে সম্বোধন করতেন (বঙ্গবন্ধু)।”

তখনকার রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির ফারাক তুলে ধরে তিনি বলেন, “আজ যারাই রাজনীতি করেন না কেন, তাদেরকে শুরু করতে হয় আওয়ামী লীগ দিয়েই। আবার আওয়ামী লীগ দিয়েই শেষও করতে হয়, যদি তাদের বিবেক বলে কিছু থাকে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ যদি কেউ বলতে চায়, আমি বলব সে উম্মাদ ছাড়া কিছু নয়।”

বিএনপির প্রসঙ্গে তাসমিমা বলেন, “খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ৫ বছর ভালোই চালিয়েছেন। উনার ছেলে (তারেক রহমান) আসার পরেই গোলমাল হয়ে গেল।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.