টানা ১৯ দিন পর শিথিল হলো কঠোর বিধিনিষেধ।
এখন থেকে শতভাগ যাত্রী নিয়ে চালু হয়েছে বাস, ট্রেন,লঞ্চ।
টানা লকডাউন শেষে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস।
বুধবার সকালেই অফিসগামী মানুষের ব্যস্ততা দেখা গেছে।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই।
রাস্তায় বাস চলাচল কিছুটা কম দেখা গেছে। বাসে সাধারণ যে পরিমাণ মানুষ থাকে সকালে সেটি দেখা যায়নি।
তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়তে শুরু করে।
রাজধানীর উত্তরা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রী সংখ্যা অনেকটা কম দেখা গেছে। এছাড়া শাহজাদপুর, মগবাজার, ধানমন্ডি, শাহবাগেও বাসের স্বাভাবিক চলাচল করলেও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত৷