চলচ্চিত্রে ফিরছেন শাবনূর-এমন খবর গত কয়েকমাস ধরেই বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করে আসছে। কিন্তু বাস্তবতা হলো, এখনও নতুন কোন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি এই নায়িকা। কবে অভিনয়ে ফিরবেন এ বিষয়ে দু একজন নির্মাতার বক্তব্য ধরেই সংবাদ প্রকাশিত হচ্ছে। এবারও তেমনই একটি সংবাদ এলো, মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাবনূর। ঈদের পর ছবির শুটিং শুরু হবে। আর তাতে অংশ নিবেন এই নায়িকা। এখন সত্যতা দেখার পালা।
গত কয়েক সপ্তাহ ধরে শাবনূরের কোন খোঁজ নেই, মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না। অবশেষে তার পরিবারের একটি সূত্র জানায়, শাবনূর বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। সেখানে তার পরিবারের কয়েকজন সদস্য থাকেন, তাদের আমন্ত্রণেই হঠাৎ মালয়েশিয়ায় গমন। আশার খবর হলো, ঈদের আগেই তিনি দেশে ফিরছেন।
এদিকে প্রায় দুমাস আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর। ছবিতে তার চরিত্রের নাম অর্পিতা, যে একজন গানের শিক্ষিকা। শাবনূরের বিপরীতে এখানে ফেরদৌসের অভিনয় করার কথা। নতুন খবর হলো, এ ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তি সাক্ষর করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী পিয়া বিপাশা। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, শাবনূর দেশে ফিরলেই ছবির শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে।
কথা হচ্ছে শাবনূর দেশে ফিরে আবারো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াবেন তো। এমন প্রশ্নের পেছনেও রয়েছে একাধিক কারণ। শাবনূরের ভাবনার একদিকে স্বামী, সংসার আর সন্তান। অন্যদিকে নিজের মুটিয়ে যাওয়া শরীর। দুটো বিষয়কে টপকে তবেই চলচ্চিত্রে ফিরতে হবে এ নায়িকাকে।