একদিনে দেশে আরও ২১৩ জন ডেঙ্গু আক্রান্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, ১০ আগস্ট সকাল ৮টা থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১৩ জন ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ঢাকায় নতুন ১৮৮ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জনে।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৪১ জন আর অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি হয়েছেন ৬৬ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.