রাত থেকেই পাটি-চাটাই নিয়ে টিকাকেন্দ্রে

গণটিকাদান কার্যক্রমের শেষ দিন বৃহস্পতিবার।
তাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনেকেই লাইনে অপেক্ষা করছেন অন্তত ১২ থেকে ১৪ ঘণ্টা আগেই।
ভিড় এড়িয়ে টিকা প্রাপ্তি নিশ্চিত করতেই রাতভর এমন দীর্ঘ অপেক্ষা শত শত মানুষের।
রাত তখন সাড়ে এগারোটা।
অন্য অনেকের মতোই রাজধানীর ভুতের গলি কমিউনিটি সেন্টারের সামনে আনোয়ারা বেগম ও দুলুফা বেগমের অপেক্ষা।
পরপর দুইদিন ভোরের আলো ফোটার পর এসেও মেলেনি করোনার ভ্যাকসিন।
এবার তাই, লাইন ধরেছেন সন্ধ্যা থেকেই। তারা বলেন, মাগরিবের আগে এসে এই লাইনে অপেক্ষা করছি। সারারাত এখানেই কাটবে।

করোনা প্রতিরোধে সরকারের গণটিকাদান কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন শেষ হচ্ছে বৃহস্পতিবার।
আর তাই টিকার প্রতি মানুষের আগ্রহও যেন বেড়েই চলেছে।
ঘর ছেড়ে টিকা কেন্দ্রের সামনে ছুটে এসেছেন মানুষ।
সঙ্গে করে নিয়ে আসা চেয়ারে কিংবা টুলে, কারও চেখে রাজ্যের ক্লান্তি। ভর করেছে ঘুমও। কেউ আবার বাসা থেকেই নিয়ে এসেছেন খাবার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.