চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাজার করার জন্য ২০০ টাকা চাওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করেছে সোহেল নামে এক যুবক।
এ সময় সে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
বুধবার রাত ১০টার দিকে বেলগাছি গ্রামের বকচরপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
একই সঙ্গে সোহেলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাতে সোহেল বাড়ি ফিরলে তার মা বাজার করার জন্য ২০০ টাকা চায় ছেলের কাছে।
এতে ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সোহেল।
একপর্যায়ে সোহেল কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে এবং হাসুয়া দিয়ে বাবা-মা দুই জনকেই জখম করে।
পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
এ সময় সোহেল ঘরের দরজা বন্ধ করে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।