ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ জানান।

কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পরে মির্জা ফখরুল বলেন, ‘অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার ব্যর্থ।
অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.