বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঢাকাবাসীর আত্মার সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর হাইকোর্ট (কদম ফোয়ারা) মোড়ে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ‘হত্যাকাণ্ডে জড়িত’ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতিবিজরিত সংগঠন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। মানববন্ধনে পুরান ঢাকার হাজারও মানুষ অংশগ্রহণ করেন।