বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কুয়ালালামপুরের ডলফিন হোটেলের বলরুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল।
আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শাহিন সরদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি হাজী জাকারিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হাফিজুর রহমান ডাবলু, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আবুল হোসেন, হাবিবুর রহমান হাবিব, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ূন কবির, শওকত আলী তিনু, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, মুরাদ মোরশেদ, ফারুক হোসেন, শাখাওয়াত হক জোসেফ, শাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম সিরাজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকীর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ, যুগ্ম-আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, রায়হান রাজো, মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, রাজীব আহমেদ, তরিকুল ইসলাম তারিক, জাকির হোসেন, কৃষক লীগের আহ্বায়ক হারুন অর রশিদ, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার, নজরুল ইসলাম খান রাসেল, তারিকুল আলম অভি, শেখ মোহাম্মদ ইরফান, শাহিন পাটোয়ারী, শেখ আরমান, কবিরুজ্জামান জীবন ও জিসান।