চীনের আরও ১০ লাখ টিকা ঢাকায়

চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
শুক্রবার সন্ধ্যায় টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার ১০ লাখ ডোজ টিকা নিয়ে এ পর্যন্ত চীনের উপহারের ২১ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন।
এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে।
সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.