নিজ কার্যালয়ে ১০০ জনকে করোনা টিকা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন।
নিজ কার্যালয়ে অন্তত ১০০ জনের শরীরে নিজেই টিকা পুষ করার ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
গঠিত তদন্ত কমিটিকে আগামীকাল রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন।