ভাসানচর থেকে পালানো ৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৫ শিশু, ২ নারী ও এক পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যায় তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- বদি আলমের স্ত্রী রামিদা (২৯), সন্তান রোকসানা আক্তার (৭), ওমর ফারুক (৫), রুবিনা আক্তার (৫), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), জিগারের স্ত্রী রোকেয়া (২২), মেয়ে রোজিনা (২) ও ছেলে শাহেদ (২)। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে এসে একটি অটোরিকশায় উঠে ৮ জন।
পরে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে।
পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জানানো হয়।

তাদের মাধ্যমে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.