নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৫ শিশু, ২ নারী ও এক পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যায় তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- বদি আলমের স্ত্রী রামিদা (২৯), সন্তান রোকসানা আক্তার (৭), ওমর ফারুক (৫), রুবিনা আক্তার (৫), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), জিগারের স্ত্রী রোকেয়া (২২), মেয়ে রোজিনা (২) ও ছেলে শাহেদ (২)। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে এসে একটি অটোরিকশায় উঠে ৮ জন।
পরে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে।
পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জানানো হয়।
তাদের মাধ্যমে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।