এডিস মশা নিধণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত অভিযানের ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেন, আমি নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের আঙিনা পরিষ্কার করতে ও তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিতে। আলহামদুলিল্লাহ নগরবাসী সাড়া দিয়েছেন বলে মনে হচ্ছে।
তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নগামী।
গতকাল ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে পরিসংখ্যান দিয়েছে তাতে ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩২ জন রোগী পাওয়া গেছে বলে জানান মেয়র।