যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতের সময় ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
আটকরা হলো, যশোরের বিশ্বরায়ের ছেলে উজ্জ্বল রায় (৩৫), খুলনার জনক সরকারের ছেলে হরিদাস সরকার (৭০), নড়াইলের নীরদ চন্দ্রের ছেলে নিপুন কুমার (৩৩), রাজ মহনের ছেলে মধু (৫০), অপূর্ব শিকারির ছেলে অনিকা শিকারি (২২), নির্মল বালার স্ত্রী দীপু বালা (৩০), অনয় বৈদ্ধের স্ত্রী অন্তরা বৈদ্য (২৩), ইমরানের স্ত্রী মরিয়ম (২৫), গোপালগঞ্জের মনোরঞ্জন ঠিকাদারের ছেলে বাবু ঠিকাদার (৪৬), যতীশ মন্ডলের ছেলে চন্দ্রজিৎ মন্ডল (৩০), চন্দ্রজিৎ মন্ডলের স্ত্রী দেবী মন্ডল (২৪), কালাচাঁদ বুয়ার ছেলে অসিত বুয়ার (৩০), মাদারীপুরের অমর বালা (২৬) ও ঝালকাঠির বিমল মন্ডলের ছেলে গৌর মন্ডল (৪৭)।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাদিপুর ও দৌলতপুর গ্রাম দিয়ে অবৈধভাবে কিছু নারী-পুরুষ ভারত-বাংলাদেশ যাওয়া-আসা করছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।