ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিখোঁজ ২৫

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই একটি কাঠের নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছে ২০-২৫ জন ।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টা ৫৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল।
শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
আবদুর রহমান নামে একজনের ৫ শিশু সন্তান নিখোঁজ রয়েছে।
আবদুর রহমান তার সঙ্গীকে ভাসানচরে রেখে ৫ শিশুকে নিয়ে পালিয়ে ছিল।
বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী অভিযান চালিয়ে চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তী স্থানে নৌকাটি সনাক্ত করে।
রবিবার (১৫ আগস্ট) আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.