নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই একটি কাঠের নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছে ২০-২৫ জন ।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টা ৫৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল।
শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
আবদুর রহমান নামে একজনের ৫ শিশু সন্তান নিখোঁজ রয়েছে।
আবদুর রহমান তার সঙ্গীকে ভাসানচরে রেখে ৫ শিশুকে নিয়ে পালিয়ে ছিল।
বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী অভিযান চালিয়ে চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তী স্থানে নৌকাটি সনাক্ত করে।
রবিবার (১৫ আগস্ট) আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।