নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন মেয়র আতিকুল ইসলাম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের খেলনা ও মশারি বিতরণ করেন তিনি।
পরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে নরবাসীর কাছে ক্ষমা চান উত্তরের মেয়র।

আতিকুল ইসলাম বলেন, যারা ডেঙ্গুতে মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি।
আমি জনগণের সেবক হয়ে সবাইকে সঙ্গে নিয়ে নাগরিক সমস্যা দূর করতে চাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.