করোনাভাইরাসের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে এ বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারছেন না শিক্ষামন্ত্রী দীপু মনি।
রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, আমরা সবসময় ভাবছি, নতুন করে ভাববার কিছু নেই, আমরা পরিকল্পনা করছি আর সেগুলো বাস্তবায়ন করছি।
যেখানে যতটুকু সম্ভব, পরিস্থিতি যতখানি এলাও করছে আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি।
এখন করোনার যে সংক্রমণ ও মৃত্যুর হার সমস্ত কিছু মিলিয়ে যে অবস্থা, সে বিবেচনায় কবে নাগাদ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব সেটি বলার কোনও সুযোগ আমাদের কাছে নেই আসলে।
তিনি বলেন, করোনায় মৃত্যুর হার এখন নিম্নগামী।
যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে মৃত্যুর হার আরও নেমে যাবে।
বিশেষজ্ঞরা যেমন বলেন যে শনাক্ত হার শতকরা ৫ ভাগ বা তার কম হলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়।