‘সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না’

ক্ষমতা হারানোর আতঙ্কে ও ৩০ ডিসেম্বরের মধ্যরাতে নির্বাচনের পর সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে।
স্বৈরাচারী সরকার বিএনপির নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না করে।

তিনি বলেন, জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ।
অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.