ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে প্রাচীন সভ্যতার খোঁজে ড্রোন ব্যবহারের প্রকল্প হাতে নিয়েছেন একদল বিজ্ঞানী। লেজার প্রযুক্তি ব্যবহার করে অ্যামাজন জুড়ে প্রাচীন সভ্যতার হারানো চিহ্ন খুঁজবে এই ড্রোনগুলো।
বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল থেকে ১৭ লাখ ডলারের অনুদানও পেয়েছে এই প্রকল্প। ওই অঞ্চলে ইউরোপিয়ানরা পৌঁছানোর প্রায় তিন হাজার বছর আগের অ্যামাজোনিয়ানদের অবস্থান ও জীবনযাত্রার প্রমাণ ও তথ্য সংগ্রহের চেষ্টা করবে এগুলো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান হোজেতে অনুষ্ঠিত ‘অ্যানুয়াল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’ বার্ষিক সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা দেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
অ্যামাজনের বিভিন্ন স্থানে জঙ্গল পস্কিার করে বাসস্থান গড়েছিল আদিবাসীরা। প্রাচীন সেই সভ্যতার চিহ্ন এখনও অ্যামাজনের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীদের এমন সাড়ে চারশ’ স্থানের কথা জানা থাকলেও বিস্তারিত তথ্যের জন্য এ বিষয়ে জানতে নতুন প্রকল্প নিয়ে মাঠে নামছেন বিজ্ঞানীরা।