শাহরুখ খান ও কাজল ছাড়া বলিউডের প্রেম যেন অসম্পূর্ণ! ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ জুটি গত বছর তাদের রসায়নের জাদু দেখান রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে।
এর ‘গেরুয়া’ গানটি অনলাইনে ঢেউ তুলে যাচ্ছে এখনও। সনি মিউজিক ইন্ডিয়া টুইটারে জানিয়েছে, প্রেমের গানটি জনপ্রিয় স্ট্রিমিং ওয়েবসাইট ইউটিউবে দেখার সংখ্যা পেরিয়েছে ১০ কোটির ঘর!
তুষারস্তূপ থেকে জলপ্রপাতসহ বিদেশের বেশকিছু নৈসর্গিক স্থানে গানটির চিত্রায়ন হয়েছে। এটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম।
‘দিলওয়ালে’ প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পেলেও ছবিটির গানগুলো শ্রোতাদের আচ্ছন্ন করে রেখেছে। শাহরুখ-কাজলের অতুলনীয় রসায়নও দর্শকদের মুগ্ধ করেছে।