তালেবানদের কাছে কি ধরনের অস্ত্র আছে এনিয়ে বিবিসির এক খবরে বলা হয়েছে, সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে তালেবান- হাতে কামান পেয়েছে, মনুষ্যবিহীন ড্রোন পেয়েছে। এছাড়া তাদের হাতে রয়েছে বন্দুক, পিস্তল এবং নাইট ভিশন গগুলস।
প্রতিরক্ষা থিঙ্কট্যাঙ্ক রুসির (আরইউএসআই) মতে, তালেবান এসব অস্ত্রের বেশ সংখ্যক আফগান সামরিক ঘাঁটি থেকে জব্দ করেছে, কিছু অস্ত্র পেয়েছে সরকারি সেনাদের পরাজিত করার মাধ্যমে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের হেলিকপ্টার জব্দ অনেক বড় ঘটনা। তবে থিঙ্ক ট্যাংক রুসির রিসার্চ ফেলো ডক্টর জ্যাক ওয়াটলিংক বলছেন, তালেবানের হেলিকপ্টার ব্যবহার করার মতো বিশেষজ্ঞ নেই। আর আফগানিস্তানের যুদ্ধ ক্ষেত্রে এর সামান্য প্রভাব রয়েছে।
তবে বড় উদ্বেগের বিষয় হলো, তালেবানের হাতে বন্দুকের সঙ্গে সংযুক্ত করা যায় এমন যন্ত্র- থার্মাল ইমাজিং,নাইট ভিশন যন্ত্রপাতি যাওয়ার ফলে তারা নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম হবে।
এছাড়া তালেবান এসব অস্ত্র বিদেশে- মধ্য প্রাচ্যে, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকায় বিক্রি করে দিচ্ছে। এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
সূত্র: বিবিসি ও আলজাজিরা
