‘দেশ চলছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়’

press-club-con-4-SM20160624164029বাংলাদেশ এখন ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চদ্র রায়।

শুক্রবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘রাজনীতির অস্থিরতা: গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১।

গয়েশ্বর বলেন, ভারত-বাংলাদেশ যেমন যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করে ঠিক তেমনি দু’দেশের যৌথ প্রযোজনায় দেশও চলছে। এখানে ইনভেষ্টমেন্ট করছে বাংলাদেশ কিন্তু সিদ্ধান্ত দিচ্ছে ভারত।

তিনি বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো হোক, আমরা চাই বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো হোক।

দেশে গণতন্ত্র একেবারেই অস্তিত্বহীন মন্তব্য করে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রীকে যদি কানে কানে বলা যায় ওড়াও বলবে দেশে গণতন্ত্র নেই।

সবাইকে আরো গুরুত্ব দিয়ে দেশের জন্য ভাবতে হবে বলে তিনি বলেন, কে সরকারে থাকবে, কে থাকবে না এটা বড় বিষয় নয়। দেশ নিরাপদ থাকবে,দেশের মানুষ নিরাপদ থাকবে,গণতন্ত্র নিরাপদ থাকবে,অর্থনীতির বলয় নিরাপদ থাকবে এটাই নিশ্চিত করতে হবে। সরকার আসবে সরকার যাবে এগুলোতে কোনো প্রভাব পড়বে না।

আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, দেশে পতাকা আছে স্বাধীনতা নেই, গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম থেকে পিছপা হওয়া যাবে না।

আমাদের দেশের জন্য আমরাই যথেষ্ট, ভারত প্রতিনিয়ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে এর পরিমাণ ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.