তালিবানের কবলে পড়া কাবুলের আকাশপথে ঢুকতে পারছে না বহু দেশের বিমান।
এবার ভারতের আকাশ থেকেও এক-এক করে বিদেশি বিমান মুখ ঘুরিয়ে নিতে পারে বলে আশঙ্কা ঘনিয়ে উঠেছে।
সেটা হলে অচিরেই বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন ভারতের বিমানবন্দর-কর্তৃপক্ষ।
ভারতের বিমানবন্দর-কর্তৃপক্ষের এক কর্তা জানান, কিছু বিদেশি বিমান তাদের রুট বদলে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এত দিন বেশ কিছু বিমান কলকাতায় ঢুকে দিল্লি হয়ে পাকিস্তান, আফগানিস্তান পেরিয়ে ইউরোপ-আমেরিকায় উড়ে যেত।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথ বন্ধ হয়ে গিয়েছে। আফগানিস্তানের আকাশে আর ঢুকতে পারছে না বিদেশি বিমান।