প্রকাশ হলো কণ্ঠশিল্পী নিলয় খানের প্রথম একক অ্যালবাম `ঈর্ষা`। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটি বাজারে এসেছে সিএমভি’র ব্যানারে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট-গবেষক মীর আব্দুল আলিম, শহিদুল্লাহ ফরায়েজী, মো. সোয়েব, সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলীসহ আরো অনেকে। অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে রোমান্টিক ধাঁচে। গান থাকছে মোট ৮টি। এরমধ্যে দ্বৈত গান ৪টি ও একক রয়েছে ৪টি।
নিলয় খান বলেন, দীর্ঘদিনের অনেক পরিশ্রমের ফল এই অ্যালবামটি। যত্ন নিয়ে গানগুলো সাজিয়েছি। আশা করছি, অ্যালবামের গানগুলো সকলের শ্রোতাদের কাছে ভালো লাগবে।
নিলয় খান ছাড়াও অ্যালবামে আরো কণ্ঠ দিয়েছেন মালিশা, প্রিয়ন্তি, শুক্লা ও নিলাম সেন। গানগুলোর কথা লিখেছেন নিলয় খান, রেজাউর রহমান রিজভী, রাকিব হাসান রাহুল, তাঞ্জিব সৌরভ ও পাপ্পু। সংগীত পরিচালনা করছেন অঙ্কুর মাহমুদ, পিরান খান, আহসান হাবিব ছবি ও সাহেদ।