ইতালিতে তীব্র গরম : জনজীবন অতিষ্ঠ

Italy20160625030330ইতালিতে গত কয়েক দিনের তুলনায় হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেছে। এতে কর্মজীবীসহ সাধারণ মানুষদের মাঝে অশান্তি দেখা দিয়েছে।

দুই দিন আগেও তাপমাত্রা ছিল ২৫ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস। কিন্তু চলতি দুই দিনে ১০ ডিগ্রী বেড়ে শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রী। আকস্মিকভাবে তাপমাত্রা বাড়ার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পরেছেন অনেকেই। অতিরিক্ত গরমের প্রভাব পবিত্র মাহে রমজানের উপরও পরেছে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে বাকি রোজাগুলো রাখা কঠিন হয়ে যাবে। কারণ প্রখর উত্তাপের মাঝে প্রায় ১৮ ঘণ্টা রোজা রাখা অনেকটা অসম্ভব।

ইতালিয়ানদের মতে এ বছর হঠাৎ গরম পড়ায় এটা একটু কষ্টকর অবস্থা সৃষ্টি করেছে। তাদের মতে জুন মাসের প্রথম দিকেই গরম পড়ার কথা। বিশ্ব আবহাওয়া পরিবর্তন হওয়ায় এ বছর একটু দেরি করে গরম পরেছে। যার ফলে প্রাকৃতিক গরম জনজীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে গরম শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত আবহাওয়া চলছে ইতালিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.