আমার মনে হয় এখন থেকে কম কথা বলা উচিত: সালমান

16138এই ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘সুলতান’। মুক্তির আগে থেকেই ‘সুলতান’ ছবিটিকে নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়ে আছেন সালমান। এর আগে সুলতানে অরিজিৎ সিংয়ের গান বাদ দিয়ে বিতর্কে জড়ান দাবাং ভাইজান। সেই পরিস্থিতি শীতল না হতেই এবার ধর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্য করলেন সালমান।

‘সুলতান’ ছবির জন্য ছবির অভিনেতা সালমান খানকে নাকি দিনে ছ’ঘণ্টা শুটিং করতে হত। শুটিংয়ের পর সালমান এতটাই ক্লান্ত হয় যেতেন, নিজেকে তার ‘ধর্ষিতা’ বলে মনে হত। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন সালমান। তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে টুইটারে বহু মানুষ এই নিয়ে সালমানকে কটাক্ষ করছেন।

সালমানের এই সাক্ষাৎকার সামনে আসার পর থেকেই টুইটারে সরব হয়েছেন অনেক নারী। কেউ কটাক্ষ করেছেন আবার কেউ কড়া মন্তব্য করেছেন সালমানকে। ভারতের জাতীয় মহিলা কমিশন বলিউডের এই অভিনেতাকে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে একটি নোটিশও পাঠিয়েছে। তার পক্ষ থেকে বাবা সেলিম খান সবার কাছে ক্ষমা চাইলেও এখন পর্যন্ত এ প্রসঙ্গে ভালো-মন্দ কোনো মন্তব্যই করেননি সালমান। ওদিকে মিডিয়াতে ক্রমাগত কটাক্ষ করা হলে, মুখ খোলেন সালমান। তবে গতকাল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ওরকম ভাবে কিছু বলতে চাইনি। আজকাল যা বলছি তারই ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। তাই এখন থেকে কথা কম বলার সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল আইফা অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সালমানকে কিছু বলার জন্য ডাকা হলে ‘সুলতান’ তারকা বলেন, ‘আমি বেশি কিছু বলব না। আজকাল আমি যত কম কথা বলব ততই ভালো।’

উল্লেখ্য, জাতীয় মহিলা কমিশন ও সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি ওঠা সত্ত্বেও এখনও ক্ষমা চাননি সালমান খান। তার বক্তব্যকে “ভুল বোঝা হচ্ছে” বলে একাধিক মন্তব্য উঠে আসছে। বলিউড অভিনেত্রী পূজা বেদি ও নওয়াজউদ্দিন সিদ্দিকি সালমানের পাশে দাঁড়িয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.