অভিনেত্রী পরীমণির জীবনী নিয়ে বানানো হবে সিনেমা!

বিপুল পরিমাণ মাদকসহ নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী পরীমণি।
শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে আদালত আবারও নায়িকার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এক কথায় ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছেন এই চিত্রনায়িকা।
তার জীবনের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়।
আর তাই পরীর জীবনীকে বড় পর্দায় তুলে আনতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু।

সেই সিনেমার গল্পে থাকবে পরীকে নিয়ে চলা বর্তমান ঘটনা (মাদক মামলা)।
আরও থাকবে গ্রামের সাধারণ মেয়ে স্মৃতি থেকে আজকের পরীমণি হয়ে উঠার গল্প।
এটি তখনই সম্ভব হবে, যদি পরীমণি সম্মতি দেন।

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘পরীমণি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই।
এমনকি আমি চাই, নায়িকা হিসেবে সেই সিনেমায় পরীমণি অভিনয় করুক।’

মুক্ত হয়ে আসার পর পরীকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলে জানান এই চলচ্চিত্র প্রযোজক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.