ব্যাগপ্যাকার্সের সঙ্গে বিকাশের চুক্তি

bagpackers-sm20160625173206মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ ও ব্যাগপ্যাকার্সের মধ্যে একটি চুক্তি সাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাগপ্যাকার্সের অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশ এম কমার্সের অ্যাকাউন্ট ম্যানেজার আসাদুল্লাহ এমিল ও ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু।

এই চুক্তির আওতায় ব্যাগপ্যাকার্স থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ দিয়ে করলে ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। রমজান মাসজুড়ে অফারটি চালু থাকবে।

এই ছাড়ের পাশাপাশি অনলাইনে (bagpackersbd.com) ও রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে শোরুমগুলোতে চলছে ‘ক্যালকুলেটর নষ্ট ডিসকাউন্ট’ অফার।

এখান থেকে যে কোন ব্যাগ কিনলে ক্রেতারা একটি স্ক্যাচ কার্ড পাবেন, আর এই কার্ড ঘষলেই মিলবে নগদ টাকা। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগের ওপর এই অফার চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.