সানি লিওনের সঙ্গে দেবের রোমান্সের ভিডিও ভাইরাল

বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন অভিনেত্রী সানি লিওন।
বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।
তবে এবার তাকে দেখা গেলো কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে।
সিনেমা নয়, এই দুইজনের রোমান্স দেখা যাবে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফিনেলে দেব আছেন বিচারকের আসনে।
সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেবেন সানি।
দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করছে শোটির কর্তৃপক্ষ।
দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন ‘কী করে তোকে বলব’ গানের তালে।
সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে।
সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন দেবের ভক্তরা।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের।

গ্র্যান্ড ফিনেল মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি’সুজাও। আজ ২২ আগস্ট (রোববার) গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা যাবে দেব-সানির যুগলবন্দি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.